পেশোয়ার হামলার নিন্দায় সৌদী গ্রান্ড মুফতি ও পবিত্র কাবার ইমাম

Shaikhপাকিস্তানের স্কুলে সন্ত্রাসী হামলা চালিয়ে যারা ১৩২টি শিশুসহ ১৪৯ জনকে হত্যা করেছে তাদের কঠোর সমালোচনা করেছেন সৌদি আরবের বেশকিছু ধর্মীয় নেতা। তাদের মধ্যে আছে, গ্রান্ড মুফতি শেখ আব্দুল আজিজ আল-আশিক পবিত্র কাবার ইমাম ও খতিব শেখ সালেহ আবু তালিব এবং শেখ আব্দুর রহমান আল- সুদাইস, পবিত্র দুই মসজিদ বিষয় প্রেসিডেন্ট।
গত শুক্রবারের জুমায়ার খুতবায় শেখ আবু তালেব বলেন, কি অপরাধ করেছিল পাকিস্তানের ঐসব শিশুরা? অথবা, অনাহারে, ঠান্ডায় বিনা চিকিৎসায় সিরিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে যে সব শিশু মারা যাচ্ছে এবং ভয় ও আতঙ্কের মধ্যে দিনাতিপাত করছে তাদেরই বা কি অপরাধ? ইসলাম এ ধরনের ঘৃণ্য কাজকে কখনই সমর্থন করে না।
তিনি বলেন, ইসলাম মানুষের জীবন রক্ষাকে পবিত্র দায়িত্ব মনে করে। আর যারা পথভ্রষ্ট, নিরপরাধ লোকদের হত্যা করতে তাদের বিবেকে বাঁধে না। তিনি আরো বলেন, ইসলামের নামে কোন মানুষ কিভাবে নিরপরাধ শিশুদের হত্যা করে আমার বুঝে আসে না।
ইসলাম শিশুদের বিরুদ্ধে কোন ধরনের ক্ষতিকর কাজ বরদাশত করে না। এমন কি কোন শিশু যদি তার ধর্মের বিরুদ্ধে যুদ্ধও করে। আবু তালিব আরো বলেন, কিছু গ্রুপ ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে এ ধরনের ঘৃণ্য কাজ চালাচ্ছে। তারা ইসলামের প্রচার প্রসারকে রুদ্ধ করে দিচ্ছে। এবং তারা বিভিন্ন মুসলিম স্কুল, বাড়িঘর, বিভিন্ন বাজারঘাটকে যুদ্ধ ক্ষেত্র হিসেবে বেছে নিচ্ছে।
এছাড়া আল সুদাইস ঐ সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানান। তিনি বিশ্ব মুসলিমের নিকট এ ধরনের ঘৃণ্য কাজে সম্পৃক্ত না হওয়ার আহ্বান জানান। যা মুসলিম সম্প্রদায়কে সহিংসতা ও নিরাপত্তাহীনতার মধ্যে ফেলে দিচ্ছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button