আগ্রায় তাজমহল পরিদর্শন করলেন রাষ্ট্রপতি

Taj১৭ শতকে নির্মিত সহধর্মিনী মমতাজের প্রতি মুঘল সম্রাট শাহজাহানের ভালোবাসার প্রতীক তাজমহল পরিদর্শন করেছেন ভারত সফররত রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এ সময় রাষ্ট্রপতির সঙ্গে তার স্ত্রী রাশিদা খানমও উপস্থিত ছিলেন। শনিবার দুপুরে, যমুনা নদীর তীরে অবস্থিত আগ্রার তাজমহলে যান রাষ্ট্রপতি। সেখানে আধা ঘণ্টারও বেশি সময় কাটান তিনি। ভারতের পর্যটন মন্ত্রণালয়ের কর্মকর্তারা এসময় রাষ্ট্রপতির কাছে তাজমহলের স্থাপত্য শৈলীর নানা দিক তুলে ধরেন। মুঘল সম্রাট শাহজাহান তার তৃতীয় স্ত্রী আরজুমান্দ বানু বেগমের (মমতাজ মহল) প্রতি ভালোবাসার নিদর্শন হিসেবে এই সৌধ নির্মাণ করেন। সাদা মার্বেলের এই স্থাপনা ১৬৩২ থেকে ১৬৫৩ সালে নির্মিত হয়। পরবর্তীতে এটি বিশ্বের সপ্তাশ্চর্যের একটি হিসেবে মর্যাদা লাভ করে। ভারতের উত্তর প্রদেশের আগ্রায় যমুনা নদীর তীরে অবস্থিত এই স্থাপনাকে ১৯৮৩ সালে ‘বিশ্ব ঐতিহ্য’ ঘোষণা করে ইউনেস্কো। ভারত সরকারের তথ্য অনুযায়ী, প্রতি বছর ৭০ থেকে ৮০ লাখ পর্যটক তাজমহল পরিদর্শনে যান। এদের মধ্যে অন্তত আট লাখ বিদেশি পর্যটক। তাজমহল দেখার পর বিকেলে রাষ্ট্রপতি আগ্রাফোর্ট পরিদর্শন করেন। দিনের শেষ আলোয় মুঘল স্থাপত্যের এই অনন্য নিদর্শন ঘুরে দেখেন আবদুল হামিদ। ‘লাল কিল্লা’ হিসেবে পরিচিত এই স্থাপত্যকেও ১৯৮৩ সালে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করা হয়। তাজমহল ও আগ্রাফোর্ট পরিদর্শন শেষে রাষ্ট্রপতি সেখানকার পরিদর্শন-বইয়ে স্বাক্ষর করেন। এর আগে দুপুরে, ‘এয়ার ইন্ডিয়ার’ একটি বিশেষ ফ্লাইটে নয়া দিল্লি থেকে আগ্রা পৌঁছান বাংলাদেশের রাষ্ট্রপতি।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button