ইসরাইলকে ৮৫ কোটি ডলার জরিমানা

লেবানন উপকূলে তেল ছড়িয়ে পরিবেশ বিপর্যয় ঘটানোয় ইসরাইলকে ৮৫ কোটি ডলার তথা প্রায় ৬ হাজার ৫৭২ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে বলেছে জাতিসংঘ।
গত ২০০৬ সালের যুদ্ধে তেল ট্যাঙ্কারে ইসরাইলি হামলায় এই বিপর্যয়ের ঘটনায় জাতিসংঘের সাধারণ পরিষদে নেয়া রেজ্যুলেশনে এ কথা বলা হয়েছে।রেজ্যুলেশনের পক্ষে ১৭০টি দেশ ভোট দেয়। তিনটি দেশ ভোট দেয়া থেকে বিরত থাকে। আর বিপক্ষে ভোট দিয়েছে ইসরাইল, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, মাইক্রোনেশিয়া এবং মার্শাল আইল্যান্ডসপ্রসঙ্গত, জাতিসংঘ সাধারণ পরিষদের রেজ্যুলেশনের আইনগত বাধ্যবাধকতা নেই। তবে এতে সদস্য দেশগুলোর মতামত প্রতিফলিত হয়।এর আগে লেবাননকে ক্ষতিপূরণ দিতে জাতিসংঘ ইসরাইলকে নির্দেশ দিলেও এ প্রথম অর্থের পরিমাণও উল্লেখ করে দেয়া হয়েছে। রেজ্যুলেশনে বলা হয়েছে, হামলায় তেল ট্যাঙ্কার ধ্বংসের কারণে পরিবেশ বিপর্যয়ের ঘটনা ঘটে। ওই ট্যাঙ্কারের তেল লেবানন থেকে সিরিয়া উপকূল পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জাতিসংঘে ইসরাইলি মিশন এক বিবৃতিতে গৃহীত রেজ্যুলেশনকে পক্ষপাতদুষ্ট বলে আখ্যায়িত করেছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button