২৬ ফিলিস্তিনীকে বন্দীকে মুক্তি দেবে ইসরায়েল

Palastaineমধ্যপ্রাচ্য শান্তি আলোচনা আবার শুরুর প্রাক্কালে ইসরায়েলে বন্দী ২৬ জন ফিলিস্তিনি নাগরিককে মুক্তির ঘোষণা দিয়ে তাঁদের নাম গতকাল সোমবার প্রকাশ করা হয়েছে।
ইসরায়েল জানায়, দীর্ঘদিন ধরে বন্দী মোট ১০৪ জন ফিলিস্তিনিকে চার দফায় মুক্তি দেওয়া হবে। তাঁদের মধ্যে প্রথম দফায় ২৬ জন মঙ্গলবার মুক্তি পাচ্ছেন। তাঁদের ১৪ জন গাজা উপত্যকায় এবং ১২ জন পশ্চিম তীরে ফিরে যাবেন। শান্তি আলোচনা অব্যাহত রাখার স্বার্থে বন্দীদের মুক্তি দেওয়ার বিষয়টি গুরুত্বপূর্ণ বলে গতকাল মন্তব্য করেন ফিলিস্তিনি মধ্যস্থতাকারী সায়েব এরেকাত।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির কূটনৈতিক উদ্যোগ ও মধ্যস্থতায় দীর্ঘ বিরতির পর ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে সমঝোতার লক্ষ্যে সম্প্রতি আলোচনা শুরু হয়। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে প্রথম দফা আলোচনা ইতিমধ্যে শেষ হয়েছে। এ আলোচনা আবার শুরুর জন্য শর্ত হিসেবে ফিলিস্তিন ওই বন্দীদের মুক্তির দাবি জানিয়ে আসছিল। তাঁদের মুক্তি দেওয়া হলে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস আলোচনায় ফেরার জন্য একধরনের চাপে পড়বেন বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে ফিলিস্তিনি ওই বন্দীদের মুক্তি দেওয়ার উদ্যোগের কথা গত রোববার রাতে জানানো হয়। অধিকাংশ বন্দীকে ‘হত্যাকাণ্ডে’ জড়িত থাকার অভিযোগে ১৯৯৪ সালের আগে থেকে আটক রাখা হয়। তাঁদের মুক্তি দেওয়ার উদ্যোগে ক্ষোভ প্রকাশ করে ইসরায়েলের কট্টর ডানপন্থী দল জিউইশ হোমের নেতা ও আবাসনমন্ত্রী ইউরি অ্যারিয়েল বলেন, কারাগারেই ‘সন্ত্রাসীদের’ স্থান হওয়া উচিত। এই হত্যাকারীদের মুক্তি দিলে শান্তি-প্রক্রিয়ায় কী অগ্রগতি হবে, তা স্পষ্ট নয়।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button