জার্মানিতে নির্মাণাধীন মসজিদে হামলা
জার্মানির দুরমাগিন শহরে নির্মাণাধীন সোলাইমানি মসজিদে আক্রমণ করেছে চরম ডানপন্থী বর্ণবাদীরা। তারা মসজিদের দেয়ালে ইসলামবিরোধী ও হিটলারের নাৎসি প্রতীক লিখে যায়। ‘তুরস্কের ধর্মবিষয়ক ইসলামি ইউনিয়ন’ সংস্থার সহযোগিতায় সোলাইমানি মসজিদের নির্মাণকাজ চলছিল।
মসজিদটির সভাপতি দরসান পেকদেমির জানান, বর্ণবাদীরা এর আগেও ২০১২ সালে মসজিদটির নির্মাণ বন্ধ করতে হামলা চালিয়েছিল। এখন তারা আবার নতুন করে হামলা চালিয়েছে। তিনি অভিযোগ করেন এই হামলার পেছনে চরম ডানপন্থীদের হাত রয়েছে।
দুরমাগিন শহরের সিটি মেয়র মসজিদের ওপর হামলার নিন্দা জানিয়েছেন এবং এর সাথে জড়িতদের গ্রেফতারের প্রতিশ্রুতি দিয়েছেন।
এরই মধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশ একটি তদন্ত কমিটি গঠন করেছে। পুলিশ সিসি ক্যামেরার সাহায্যে অপরাধীকে শনাক্ত করার কাজ চালাচ্ছে। সাথে অপরাধীদের ধরিয়ে দিতে মাথাপিছু ৫০০ ইউরো পুরস্কার ঘোষণা করেছে।
এই শহরে পাঁচ লক্ষাধিক তুর্কি মুসলমান বাস করে। নির্মাণাধীন মসজিদের আয়তন ৪৫০ বর্গমিটার। নির্মাণাধীন সোলাইমানি মসজিদের নির্মাণকাজে খরচ হতে পারে ৩৫ লাখ ইউরো।