ইন্সটাগ্রাম : ৩ বিলিয়ন থেকে ৩৫ বিলিয়ন
বাজারমূল্যের দিক থেকে রেকর্ড গড়ল ইন্সটাগ্রাম। ২০১২ সালে মাত্র ১ বিলিয়ন ডলারে ইন্সটাগ্রাম কিনে নেয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। কিন্তু যুক্তরাষ্ট্রের আর্থিক প্রতিষ্ঠান সিটি জানিয়েছে, বর্তমানে ইন্সটাগ্রামের বাজারমূল্য বেড়ে দাঁড়িয়েছে ৩৫ বিলিয়ন ডলার বা প্রায় ৩ হাজার ৫০০ কোটি টাকা। সিটি আরও জানায়, গত নয় মাসের মধ্যে ইন্সটাগ্রামের ব্যবহারকারীও বৃদ্ধি পেয়েছে উল্লেখযোগ্য হারে, প্রায় ৫০ শতাংশ। বর্তমানে প্রায় ৩০ কোটি ব্যবহারকারী ইন্সটাগ্রাম ব্যবহার করছেন।
২০১২ সালে ফেসবুক যখন ইন্সটাগ্রাম কিনে নেয়, তখন মাত্র ৩ কোটি মানুষ ইন্সটাগ্রাম ব্যবহার করত। কিন্তু এরপর থেকেই বাড়তে শুরু করে ব্যবহারকারীর সংখ্যা। মূলত ইন্সটাগ্রামের অ্যান্ড্রয়েড অ্যাপ ছাড়ার পর থেকেই এ পরিবর্তন শুরু হয়েছিল।