চ্যানেল এস-এর দশম বর্ষপূর্তি উদযাপিত
সাফল্যের ১০ বছর পূর্তি উদযাপন করেছে বিলেতে বাঙালী কমিউনিটির জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এস। আমরা এনেছি দিন বদলের দিন থিম সঙ্গীত আর ওয়ার্কিং ফর কমিউনিটি- এ শ্লোগানকে ধারণ করে চ্যানেল এসের প্রতিষ্ঠাতা মাহি ফেরদৌস ২০০৪ সাল থেকে চ্যানেল এসের কার্যক্রম শুরু করেন। চ্যানেল এস এদেশে প্রথম ফ্রি টেলিভিশন। আর খুব অল্প সময়েই ইউকে ও ইউরোপের দর্শকদের আস্থা ও জনপ্রিয়তা অর্জনে সক্ষম হয় চ্যানেল এস। দশম প্রতিষ্ঠাবার্ষিকে শুভেচ্ছা জানাতে আসা কমিউনিটির বিশিষ্টজনরা চ্যানেল এসকে নিয়ে এভাবেই তাদের ভাবনার কথা জানান।
ব্রিটিশ বাংলাদেশী তথা ইউরোপের শীর্ষ টিভি – চ্যানেল এস ১০ বছর পূর্তি উদযাপন করেছে ১৬ই ডিসেম্বর। আনন্দঘন নানা আয়োজনে একই সঙ্গে বাংলাদেশের মহান বিজয় দিবস ও চ্যানেল এসের প্রতিষ্ঠাবার্ষিক উদযাপন করা হয় চ্যানেল এসের স্টুডিওতে। মঙ্গলবার বিকাল ৩ থেকে শুরু হয় বিজয় দিবস ও প্রতিষ্ঠাবার্ষিকের অনুষ্ঠান। চলে রাত ১টা পর্যন্ত। এ সময় কমিউনিটির বিভিন্ন শ্রেণীপেশার অতিথিরা ওয়ালথামস্টোর চ্যানেল এস অফিসে হাজির হন। কমিউনিটি, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ও প্রতিনিধিদের ফুলেল শুভেচ্ছায় স্নাত হয় চ্যানেল এস। বেলা ৩ থেকে ১০ বর্ষপূর্তি উদযাপনের অনুষ্ঠানে দুটি স্টুডিওতে চলে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান। বিনোদনের নানা আয়োজনের পাশাাপাশি চলে শুভেচ্ছামূলক প্রোগ্রাম। রাত ৯টায় প্রথমে মহান বিজয় দিবস ও চ্যানেল এস এর বর্ষপূর্তিতে কেক কাটেন চ্যানেল এস চেয়ারম্যান আহমেদ উস সামাদ চৌধুরী জেপি। এসময় তার সাথে ছিলেন লন্ডনে বাংলাদেশের হাইকমিশনার আব্দুল হান্নান, ব্যারোনেস পলা উদ্দিন, চ্যানেল এসের ভাইস চেয়ারম্যান আব্দুল হক ও চ্যানেল এসের এমডি তাজ চৌধুরীসহ অন্যান্যরা। অনুষ্ঠান পরিচালনা করেন চ্যানেল এস এর হেড অব প্রোগ্রামস ফারহান মাসুদ খান।