টাওয়ার হ্যামলেটসে দায়িত্ব নিলেন দুই কমিশনার
নানা জহ্বনা-কল্পনার পর অবশেষে কমিউনিটিজ সেক্রেটারি এরিক পিকলসের নিয়োগকৃত দুইজন কমিশনার টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে দায়িত্ব নিয়েছেন। তিন কমিশনার নিয়োগ দেয়ার কথা থাকলেও গত ১৭ নভেম্বর বুধবার থেকে দুইজন কমিশনার কাজ শুরু করেছেন। তবে দায়িত্ব নিতে এসে কাউন্সিল ভবনে স্থানীয় ইউনিয়ন কর্মীদের বিক্ষোভের মুখে পড়েন তাঁরা। জানা গেছে, কমিশনারদের প্রত্যেককে দৈনিক ১৬০০ পাউন্ড করে ভাতা দিতে হবে এবং এই ব্যয় বহন টাওয়ার হ্যামলেটসের ঘরবাড়ীর উন্নয়নের জন্য নতুন করে ২৫ মিলিয়ন পাউন্ড বরাদ্দের ঘোষণায় আমি আনন্দিত। এর খুবই প্রয়োজন ছিলো। সত্যিকার অর্থেই এটি উপকার বয়ে আনবে। কিন্তু এটা আমাদের ভুলে গেলে চলবে না যে, ২২ হাজার বাসিন্দা হাউজিং এর জন্য ওয়েটিং লিস্টে রয়েছেন। আর এজন্য আমাদের আরো অর্থ বরাদ্দ দরকার। ২০১৫ সালের সাধারণ নির্বাচনে লেবার পার্টি জয়ী হলে আমরা মিলিয়ন বাড়ি বানাবো এবং প্রাইভেট ভাড়াটিয়ারা যাতে আরো ভালো সুযোগ সুবিধা পান সেই ব্যবস্থা নেবো।
জিম ফিটজপ্যাট্রিক এমপি তার প্রতিক্রিয়ায় বলেন, হাউজিং টাওয়ার হ্যালেটসের একটি বিশাল ইস্যু। অর্থ বরাদ্দের ঘোষণাটি আমাদের জন্য সুখবর। স্থানীয় বাসিন্দাদের হাউজিং সমস্যা সমাধানের জন্য আমাদের যথাযথ পরিকল্পনা দরকার।