ছেলেকে ঘরে ফেরাতে লন্ডনে জারদারি
বাপ-ছেলের দূরত্ব কমাতে এবং দল চাঙ্গা করতে বিলওয়াল ভুট্টোকে দেশে ফিরিয়ে আনতে লন্ডনে এলেন পাকিস্তান পিপলস পার্টির নেতা আসিফ আলি জারদারি। আগামী ২৭ ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর মৃত্যুবার্ষিকীতে তাকে উপস্থিত রাখতেই এ সফর।
জারদারির এক ঘনিষ্ঠ সূত্র জানায়, ‘ছেলেকে ঘরে ফিরিয়ে আনতেই লন্ডনে গেছেন আসিফ আলি জারদারি।’ সূত্র জানায়, ‘২৭ ডিসম্বরের দিনটিতেও যদি বিলওয়াল লন্ডনে থাকেন তবে তা হবে দলের জন্য বিব্রতকর। আর তাই পুত্রকে দেখতে এবং মতপার্থক্য কমাতে লন্ডন গেলেন জারদারি।’
এর আগে গত ৩০ নভেম্বর পিপলস পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানেও অনুপস্থিত ছিলেন বিলওয়াল। এরপরই রাজনৈতিক মহলে কানা-ঘুষা শুরু হয় বাপ-ছেলের মধ্যে দূরত্ব বিরাজ করছে। ডন।