গোলাপগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকে’র এ্যাওয়ার্ড বিতরণ
প্রতিবারের ন্যায় এবারো প্রদান করা হল গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাষ্ট ইউকের জিসিএসই এচিভমেন্ট এ্যাওয়ার্ড ২০১৪। জিসিএসই পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্যে ইউকেতে বসবাসরত গোলাপগঞ্জ উপজেলার মেধাবী ছাত্রছাত্রীদের মধ্যে এ এ্যাওয়ার্ড প্রতিবছর প্রদান করা হয়।
রবিবার পূর্ব লন্ডনের আমানাহ বিজনেস সেন্টারে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে অনুষ্ঠিত হয় ২০১৪ সালের এ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানটি।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ এবং এ্যাওয়ার্ড প্রাপ্ত ছাত্রছাত্রী ও তাদের পিতা-মাতা ছাড়াও উপস্থিত ছিলেন এডুকেশন ট্রাষ্টের সদস্যরা।
ট্রাষ্টের সাধারণ সম্পাদক জিল্লুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ট্রাষ্টের সভাপতি জনাব মো. মকলু মিয়া।
উপস্থিত ছাত্রছাত্রীদের অনুপ্রাণিত করতে এসময় বক্তব্য রাখেন, ট্রাষ্টের সাবেক সভাপতি নাজমুল ইসলাম নুরু, মোস্তফা মিয়া, ছিফত আলী আহাদ, এডুকেশন ট্রাষ্টের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ফজলুল হক ফজলু, সাবেক সাধারণ সম্পাদক আমিনুল হক জিল্লু, বর্তমান কোষাধক্ষ্য মাওলানা আশরাফুল ইসলাম, সহ সভাপতি একেএম আব্দুল্লাহ, রাজনীতিবিদ ও কমিউনিটি ব্যক্তিত্য মুজিবুর রহমান, আব্দুল হাই, মাসুক আহমদ, আজিজুর রহমান, সহ-সাধারণ সম্পাদক সোহেল আহমদ বদরুল, সহ-কোষাধক্ষ্য হারুন রশিদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম হান্নান, ট্রাষ্টিশীপ সম্পাদক ফয়জুল আহমদ সেলিম, প্রচার সম্পাদক আফসর হোসেন এনাম, বাছির আহমদ, নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার আনোয়ার হোসেন খান, মজির উদ্দিন, কুতুব উদ্দিন, কলা মিয়া প্রমুখ।
বক্তারা এ্যাওয়ার্ড প্রাপ্তদের ধন্যবাদ জানিয়ে বলেন, আজকের ছাত্রছাত্রীরাই আগামীদিনের ভবিষ্যৎ। তোমাদেরকেই আগামীতে দেশ জাতির হাল ধরতে হবে। নিজেদেরকে ভবিষ্যতের জন্যে তৈরি করতে পরিশ্রমের বিকল্প নেই। তোমাদের হাতেই আমাদের আগামীর ভবিষ্যৎ।
বক্তারা আরো বলেন, শুধু ব্রিটেন না ভবিষ্যতে তোমাদের জন্যে বাংলাদেশেরও নাম উজ্জ্বল হবে।
এ বছর কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্যে ২১ জনকে জিসিএসই এচিভমেন্ট এ্যাওয়ার্ড ২০১৪ প্রদান করা হয়। তাদের হাতে ক্রেস্ট, কলম ও সনদপত্র তুলে দেন অতিথি ও ট্রাষ্টের নেতৃবৃন্দরা।
এ্যাওয়ার্ড প্রাপ্ত ছাত্রছাত্রীরা তাদের অনুভূতি জানাতে গিয়ে বলেন, আমাদের ফলাফলের পিছনে আমাদের পিতামাতার অবদান সবচেয়ে বেশী, তার পাশাপাশি আমাদের পরিশ্রমও ছিল। তারা গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাষ্ট ইউকে কে ধন্যবাদ জানায়। তারা সবার কাছে দোয়া চান যাতে আগামীতে এগিয়ে যেতে পারে ।