ফিলিস্তিনকে ব্রিটেনের স্বীকৃতি দেয়া উচিত : সাঈদা ওয়ারসি
ব্রিটেনের পররাষ্ট্র দফতরের সাবেকমন্ত্রী সাঈদা ওয়ারসি বলেছেন, ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে এককভাবে স্বীকৃতি দেয়া ব্রিটেনের উচিত। ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্টকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
সাঈদা ওয়ারসি বলেন, লন্ডনের ‘ইসরাইল তোষণ’ নীতি আর কাজ করছে না। এ ছাড়া অধিকৃত ফিলিস্তিনের পশ্চিমতীরে ইসরাইলের অবৈধ বসতি সমপ্রসারের তৎপরতার নিন্দা জানানোর জন্যও ব্রিটিশ মন্ত্রীদের প্রতি আহ্বান জানান তিনি।
তিনি বলেন, ফিলিস্তিন সংকটের দুই রাষ্ট্র সমাধানের দাবি ব্রিটেন করলেও লন্ডন কেবলমাত্র একটি রাষ্ট্রকে স্বীকৃতি দেয়।
ব্রিটেনের মন্ত্রিসভার প্রথম মুসলিম মহিলা মন্ত্রী ব্যারোনেস সাঈদা ওয়ারসি গত ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলের ভয়াবহ আগ্রাসনের বিষয়ে ব্রিটিশ সরকারের নীতির প্রতিবাদে আগস্টে পদত্যাগ করেন।
তিনি সে সময়ে টুইটার বার্তায় লিখেছেন, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি ..আমি প্রধানমন্ত্রীর কাছে আমার পদত্যাগপত্র পাঠিয়েছি। গাজার ব্যাপারে সরকারের নীতির প্রতি আমার আর কোনো সমর্থন নেই।
পাকিস্তানি বংশোদ্ভূত ওয়ারসি ২০১০ সাল থেকে ব্রিটেনের পররাষ্ট্র ও কমনওয়েলথ এবং ফেইথ এন্ড কমিউনিটিস বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন। তার আগে তিনি রক্ষণশীল দলের চেয়ারপারসন ছিলেন।