বিশ্বের শ্রেষ্ঠ গলফ্ রিসোর্টের স্বীকৃতি অর্জন করেছে ‘গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফ্’
শুভ উদ্বোধনের প্রথম বছরেই বিশ্বের শ্রেষ্ঠ গলফ্ রিসোর্টের স্বীকৃতি অর্জন করেছে শ্রীমঙ্গলে অবস্থিত ‘গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফ্’। প্রথম বাংলাদেশী ব্যবস্থাপনায় পরিচালিত এই রিসোর্টকে বিরল সম্মান অর্জনের স্বীকৃতি দিয়েছে ‘ওয়ার্ল্ড লাক্সারি হোটেল অ্যাওয়ার্ড ২০১৪’ কর্তৃপক্ষ। গত ৬ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকার কেপটাউনে এই আন্তর্জাতিক পুরষ্কার প্রদান করা হয়।
২৫শে ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় গ্র্যান্ড সুলতানের প্রথম প্রতিষ্ঠা বাষির্কীর এক বর্ণাঢ্য অনুষ্ঠানে রিসোর্টের গ্র্যান্ড বলরুম রোশনি মহলে এই পুরষ্কার সর্বসমক্ষে উন্মোচন করেন গ্র্যান্ড সুলতানের মাননীয় চেয়ারম্যান খাজা টিপু সুলতান ও ভাইস-চেয়ারম্যান সৈয়দ কামরুজ্জামান অনুষ্ঠানটি পরিচালনা করেন রিসোর্টের এসিসটেন্ট জেনারেল ম্যানেজার আরমান খান। সঙ্গীত পরিবেশন করেন খ্যাতিমান সঙ্গীত শিল্পী ফেরদৌস ওয়াহিদ ও হাবিব ওয়াহিদ।