সুইডেনে নামাজ চলাকালে মসজিদে অগ্নিসংযোগ, দগ্ধ ৫
সুইডেনের এস্কিলসতুনা শহরের একটি মসজিদে নামাজ চলাকালে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। এতে ৫ জন দগ্ধ হয়েছে। আহতদের চিকিত্সার জন্য হাসপাতালে নেয়া হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
দেশটিতে অভিবাসন নীতি নিয়ে যখন জোর বিতর্ক চলছে, ঠিক তখনই অভিবাসী অধ্যুষিত ওই এলাকায় এমন হামলার ঘটনা ঘটল। আবাসিক এলাকার একটি বাড়ির নিচতলায় অবস্থিত মসজিদের জানালা দিয়ে একটি বস্তু ছোড়া হয়। তখন ১৫ থেকে ২০ জন জোহরের নামাজ পড়ছিলেন। খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় উত্সব বড় দিনে এমন একটি ঘটনা ঘটে। স্থানীয় গণমাধ্যমের খবরে দেখা যায়, মসজিদের জানালা দিয়ে ধোঁয়ার সাথে সাথে আগুনের কুণ্ডলী বেরিয়ে আসছে।
এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশের মুখপাত্র জানিয়েছে, জানালা দিয়ে একটি বস্তু মসজিদের ভেতরে ফেলা হয়। এরপর ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে। দেশটিতে অভিবাসন নীতি নিয়ে ব্যাপক বিতর্ক রয়েছে। বিরোধীদল তাদের দেশে আশ্রয়প্রার্থীদের সংখ্যা কমিয়ে আনার কথা বললেও সরকারি দল সে ক্ষেত্রে নমনীয় নীতি গ্রহণ করতে চায়।