ব্রিটেনে বড়দিনের জনপ্রিয় উপহার ‘ড্রোন’
ব্রিটেনে এবার সবচেয়ে জনপ্রিয় উপহার ছিল ড্রোন। প্রিয়জনকে শুভেচ্ছা জানাতে উপহার হিসেবে খেলনা চালকবিহীন বিমান বা ড্রোন দিয়েছেন অনেকেই। ব্রিটেনের বিমান চলাচল কর্তৃপক্ষ মানুষকে খুব সতর্কতার সঙ্গে রিমোট নিয়ন্ত্রিত খেলনা ড্রোন ওড়ানোর পরামর্শ দিয়েছে। অন্যথায়, বিচারের সম্মুখীনও করা হতে পারে তাদের। এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছে কর্তৃপক্ষ। কারণ, খেলনা ড্রোনগুলো ৬০০ মিটারের বেশি ওপরে উড়লে, আকাশে চলাচলকারী বিমানের সঙ্গে ধাক্কা লাগার আশঙ্কা রয়েছে। এর আগে সামান্যের জন্য এ ধরনের সংঘর্ষ এড়ানো গিয়েছিল। সুনির্দিষ্ট কিছু এলাকায় খেলনা ড্রোন ওড়ানোর জন্য কর্তৃপক্ষের অনুমতির প্রয়োজন। ইচ্ছামতো ড্রোন ওড়ানোর শাস্তি হিসেবে ৮,০০০ ডলার পর্যন্ত জরিমানা করা হতে পারে।