জিহাদকে উদ্ধার করলেন স্থানীয়রা
রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে কলোনিতে গভীর পাইপের ভেতর পড়ে যাওয়া শিশু জিহাদকে উদ্ধার করা হয়েছে। শনিবার বেলা তিনটার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেল কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাইপের ভেতর শিশুটির অস্তিত্ব পাওয়া যায়নি এমন কথা জানিয়ে ফায়ার সার্ভিস উদ্ধার কাজ বন্ধ ঘোষণার কিছুক্ষণ পরই শিশুটিকে উদ্ধার করা হয়।
সেচ্ছাসেবক কর্মীদের দ্বারা নির্মিত একটি ক্যাচার দিয়ে জিহাদকে ২৩৪ ফুট নিচ থেকে উদ্ধার করা হয়েছে। মোটর মেকানিক ফারুক আবদুল মজিদ, মুরাদ ও আনোয়ারকে নিয়ে এটি তৈরি করেছেন। এর সঙ্গে সিসি ক্যামেরা ও টর্চ লাইট রয়েছে।
এদিকে শিশু জিহাদ উদ্ধার হওয়ার পর বিক্ষুব্ধ জনতা সেখানে ওয়াসার পরিচালিত স্থাপনা কাজে ব্যাপক ভাঙচুর চালায়।
শুক্রবার বিকাল সাড়ে চারটার দিকে বন্ধুদের সঙ্গে খেলার এক পর্যায়ে রেলওয়ের পরিত্যক্ত ঐ পাইপে জিয়াদ পড়ে যায়। খবর পাওয়ার পর ফায়ার সার্ভিস কর্মীরা সেখানে উদ্ধার অভিযান পরিচালনা করে। তাকে উদ্ধারে রশি, বস্তা, ক্যাচার ফেলা হলেও সম্ভব হয়নি। ক্রেন দিয়ে পাইপ তুলে তাকে উদ্ধারের চেষ্টা করা হলেও সেটিও ব্যর্থ হয়। এরপর সেখানে বশির নামে একজন স্বেচ্ছাসেবক কর্মী পাইপের ভেতর যেতে চাইলেও কারিগরি ত্রুটির কারণে তাকে নামতে দেয়া হয়নি।
রাতেই অত্যাধুনিক প্রযুক্তির ক্যামেরা ব্যবহার করেও পাইপের ভেতর শিশুটির অস্তিত্বে¡র সন্ধান পাওয়া যায়নি।
শনিবার সকালেও ফায়ার সার্ভিসের পক্ষ থেকেও শিশুটির অস্তিত্ব নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়। সর্বশেষ বেলা তিনটার কিছুক্ষণ আগে উদ্ধার কাজ স্থগিত করে ফায়ার সার্ভিস। এর কিছুক্ষণ পরই সেচ্ছাসেবক কর্মীরা তাকে উদ্ধার করে।