কেমুসাস’র ভোটকেন্দ্রে হামলা, ব্যালট বাক্স ছিনতাই
শতবর্ষের ঐতিহ্যবাহী সংগঠন সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের (কেমুসাস) ২০১৫-১৬ সালের কার্যকরি পরিষদের নির্বাচনের ব্যালট বাক্স ছিনতাই হয়েছে। শনিবার বেলা আড়াইটার দিকে একদল সশস্ত্র দুর্বৃত্ত ভোট কেন্দ্রে আকস্মিক হামলা চালিয়ে ব্যালট বাক্স ছিনতাই করে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার সকাল ১০টা থেকে কেমুসাস’র ২০১৫-২০১৬ সালের কার্যকরি পরিষদের নির্বাচনের ভোট গ্রহণ চলছিল। বেলা আড়াইটার দিকে ৩০/৪০ জন যুবক দেশীয় অস্ত্র নিয়ে এবং ককটেল ফাটিয়ে ভোটগ্রহণ কেন্দ্রে হামলা চালায়। তারা কেন্দ্রের সকল ব্যালট বাক্স ছিনিয়ে নিয়ে যায়। এসময় ভোটগ্রহণ কেন্দ্রের চারটি বুথও ভাঙচুর করে তারা। এ ঘটনায় ১৫/২০ জন লোক আহত হয়েছেন বলেও প্রত্যক্ষদর্শীরা জানান।
সিলেটের ডাক এর স্টাফ রিপোর্টার সাঈদ নোমান জানান- দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। তবে কারা হামলা চালিয়েছে এখনো জানা যায়নি।
এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি মিডিয়া রহমতুল্লাহ জানান, বেলা আড়াইটার দিকে কতিপয় লোক ভোটকেন্দ্রে আকষ্মিক হামলা চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এসময় ঘটনাস্থল থেকে দুটি বিস্ফোরক সদৃশ বস্তু উদ্ধার করা হয়। এসময় ব্যালট বাক্স ছিনতাই ঘটে বলেও তিনি স্বীকার করেন। বর্তমানে পরিস্থিত শান্ত রয়েছে বলে জানান তিনি।