তেলের মূল্য হ্রাস : বাজেট বিপর্যয়ে যুক্তরাষ্ট্রের ৪ অঙ্গরাজ্য
অপরিশোধিত জ্বালানি তেলের দাম ৫০ শতাংশ কমে যাওয়ার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের তেল উৎপাদনকারী অন্তত ৪টি অঙ্গরাজ্যে বাজেট বিপর্যয় দেখা দিয়েছে। এ ছাড়া মোটা বেতনভোগী হাজার হাজার কর্মীকে ছাঁটাই করা হয়েছে। যুক্তরাষ্ট্রের যে ৪টি অঙ্গরাজ্য এ কারণে সবচেয়ে ক্ষতির মুখে পড়েছে সেগুলো হলো- আলাস্কা, লুইজিয়ানা, ওকলাহোমা এবং টেঙাস।
তেলের দাম পড়ে যাওয়াকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রসহ তেল উৎপাদনশীল অন্যান্য দেশের পেট্রোলিয়াম পণ্য উৎপাদনের ওপর বিরূপ প্রভাব পড়েছে। এ অবস্থায় ১৯৮০’এর দশকের তেলের মূল্য পড়ে যাওয়ার কথা স্মরণ করিয়ে দিচ্ছেন যুক্তরাষ্ট্রের তেল বিশেষজ্ঞরা।
সে সময়ে বিশ্বজুড়ে অর্থনৈতিক বিপর্যয় নেমে এসেছিল। একই সঙ্গে সোভিয়েত ইউনিয়নের পতনের অন্যতম কারণ হিসেবে তেলের মূল্য পতনকেই গণ্য করছেন বিশেষজ্ঞরা।