মাথায় আঘাত ও পানিতে ডুবে জিহাদের মৃত্যু
শিশু জিহাদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ময়নাতদন্ত সম্পন্ন শেষে ফরেনসিক বিভাগের প্রধান ড. হাবিবুজ্জামানের নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট একটি বোর্ড জানিয়েছে, পানিতে ডুবে শিশু ও মাথায় আঘাতের ফলে মস্তিষ্কে রক্তক্ষরনে জিহাদের মৃত্য হয়েছে।
তারা জানান, পাইপে পড়ে যাওয়ার পর অন্তত দুই ঘণ্টা জীবিত ছিল শিশু জিহাদ।
ময়না তদন্তকাজ শেষে রোববার সকাল সাড়ে ১০টায় স্বজনরা লাশ নিয়ে শরিয়তপুরে গ্রামের বাড়ির উদ্দেশে রওয়ানা দেন। সেখানেই তার দাফন বলে জানিয়েছেন তারা।
উল্লেখ্য, ঢাকার শাহজানপুরে খেলতে গিয়ে ওয়াসার পানির পাম্পের পাইপের ভিতরে পড়ে যায় শিশু জিহাদ। দীর্ঘ ২৩ ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযানের পর ফায়ার সার্ভিসের কর্মীরা ব্যর্থ হলে একদল তরুণ স্বেচ্ছাসেবী দল শিশু জিহাদের মৃত দেহ পাইপের ভিতর থেকে উদ্ধার করে।