সৌদী-বাংলাদেশ ৫ কোটি ডলারের ঋণচুক্তি স্বাক্ষর

সম্প্রতি ঢাকায় বাংলাদেশ ও সৌদী আরবের মধ্যে ৫ কোটি ডলার সমপরিমাণের একটি ঋণ সহায়তা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এক অনাড়ম্বর আয়োজনে ঋণচুক্তি অনুষ্ঠানে বাংলাদেশের ইআরডি যুগ্মসচিব জনাব আমজাদ হোসেন এবং সৌদী রফতানি কর্মসূচির মহাপরিচালক আহমেদ আল গানাম স্ব স্ব দেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন। এই ঋণের অর্থ গাইবান্ধা জেলায় তিস্তা নদীর ওপর সেতু নির্মাণকাজে ব্যয় করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, এই ঋণসহ এ যাবত সৌদী সরকারের পক্ষ থেকে বাংলাদেশের ১৭টি পৃথক উন্নয়ন প্রকল্পে সর্বমোট ৫৬ কোটি ১৬ লাখ ৫৮ হাজার ৬৬৬ মার্কিন ডলার সমপরিমাণের ঋণসহায়তা চুক্তি সুসম্পন্ন হলো।
এই ঋণসহায়তার ফলে উভয় দেশের মধ্যকার বিরাজমান সুসম্পর্ক আরো নিবিড় ও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।   -প্রেস বিজ্ঞপ্তি।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button