২০১৪ সালে এক হাজার কোটি টাকার আইপিও অফার করেছে ১৭টি কোম্পানি
বিদায়ী ২০১৪ সালে সেকেন্ডারি স্টক মার্কেটে শেয়ারের দাম ব্যাপক উঠানামা করলেও এসময় প্রাইমারি মার্কেট ছিল স্থিতিশীল। এক বছরে বাজার থেকে তহবিল সংগ্রহের জন্য ১৭টি কোম্পানি সাধারণ ক্রেতাদের উদ্দেশ্যে আইপিও অফার করে। ১৭টি কোম্পানি তাদের বিভিন্ন প্রয়োজনে আইপিও’র মাধ্যমে শেয়ার বাজার থেকে প্রায় এক হাজার কোটি টাকা সংগ্রহ করেছে।
পূর্ববর্তী বছরেও সমসংখ্যক কোম্পানি আইপিও অফার করে এবং শেয়ার বাজার থেকে সংগ্রহ করে এক হাজার দুইশ’ কোটি টাকা ।
এ বছর যেসব কোম্পানি আইপিও অফার করেছে, সেগুলো হলো- মোজাফফর হোসেন স্পিনিং মিলস, এএফসি এগ্রো বায়োটেক, ইমারাল্ড ওয়েল, এইচডব্লিউএ ওয়েল টেক্সটাইল, দ্যা পেনিনসুয়লা চিটাগাং, ফার ক্যামিক্যাল, শাহজীবাজার পাওয়ার, খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং, ফার ইস্ট নিটিং এন্ড ডাইং, তুং হাই নিটিং, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, রতনপুর স্টিল রি-রোলিং মিলস, সাইফ পাওয়ারটেক, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, মতিন স্পিনিং মিলস, খান ব্রাদার্স পিপি ওয়েন ব্যাগ ও হামিদ ফেব্রিকস।