শেষ হলো দরগাহ মাদ্রাসার দস্তারবন্দী সম্মেলন

Dorgah Madrasaজামেয়া ক্বাসিমুল উলুম দরগাহে হযরত শাহজালাল (র.) মাদ্রাসার ৪০ সালা দস্তারবন্দী সম্মেলনের প্রস্তাবনায় দেশের সামগ্রিক কল্যাণে সরকার ও বিরোধী দলকে অবিলম্বে সংলাপে বসার তাগিদ দেয়া হয়েছে। শনিবার রাত ১১টার দিকে ১০ দফা এ প্রস্তাবনা উপস্থাপনা করা হয়।
প্রস্তাবনায় শীর্তার্ত মানুষের পাশে বিত্তবানদের এগিয়ে আসা, যুব সমাজের অবক্ষয় রোধে সাধারণ শিক্ষা ব্যবস্থায় ৩০০ মার্কসের ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করা, কওমী মাদ্রাসা শিক্ষার প্রতি দেশবাসীর সহানুভূতি, ফিলিস্তীন, ইরাক, সিরিয়া, আফগানিস্তান ও মায়ানমারের নির্যাতিত মুসলমানদের প্রতি সমবেদনা জানানো হয়।
সম্মেলনের সমাপনী দিনে অন্যান্যের মধ্যে হেফাজতে ইসলামের মহাসচিব জুনায়েদ বাবু নগরী, পাকিস্তানের মুফতি রফি উসমানী, শায়খুল হাদীস তফজ্জুল হক হবিগঞ্জী ও আল্লামা নূরুল ইসলাম ওলিপুরীসহ বিশিষ্ট আলেমরা বক্তব্য রাখেন।
৪০ সালা এ সম্মেলন গত বৃহস্পতিবার শুরু হয়। সম্মেলন উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফিসহ দেশ-বিদেশের বরেণ্য আলেমরা বক্তব্য রাখেন। শনিবার রাত ১২টায় সম্মেলন এ শেষ হয়।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button