কানাডায় নাগরিকত্বের আবেদন ফি আবারো দ্বিগুণ বৃদ্ধি
আগামী পহেলা জানুয়ারি ২০১৫ থেকে কানাডায় নাগরিকত্বের পরীক্ষার আবেদন ফি এক বছরের মধ্যে দ্বিতীয় দফায় আবারো বাড়লো ২৩০ ডলার করে। ফলে এখন মাথাপিছু ফি দিতে হবে ৫৩০ ডলার। এক বছর আগে এই ফি ছিল মাত্র ১০০ ডলার। গত ফেব্রুয়ারি মাসে তা বাড়িয়ে ৩০০ ডলার করা হয়েছিলো। এখন সেটি বাড়িয়ে ৫৩০ করা হচ্ছে। উল্লেখ্য, এই ফিসের বাইরেও নাগরিকত্ব পরীক্ষায় উত্তীর্ণদের আরো ১০০ ডলার করে পৃথক দিতে হয়। এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বর্তমান কনজারভেটিভ সরকারের প্রতি ইমিগ্রেন্টদের বিরক্তির মাত্রাও আরেক দফায় বৃদ্ধি পেলো বলে অভিজ্ঞ মহল মনে করেন।