নতুন নামে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই শুরু করেছে আমেরিকা
আইএসআইএল’এর বিরুদ্ধে লড়াইয়ের নামে নতুন করে কথিত সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই শুরু করেছে আমেরিকা। ইরানের ইংরেজি নিউজ চ্যানেল প্রেসটিভিকে দেয়া সাক্ষাতকারে এ কথা বলেছেন কানাডার লেথব্রিজ বিশ্ববিদ্যালয়ের গ্লোবালাইজেশন স্টাডিজের অধ্যাপক অ্যান্থনি হল।
অধ্যাপক হল বলেন, বিশ্বের জনগণকে অব্যাহতভাবে যে প্রচারণা শোনানো হচ্ছে তা হলো ইসলামের বিরোধীতা করো, আরব বিশ্বের বিরোধীতা করো।
তিনি বলেন, অথচ বাস্তবতা হলো, ৯/১১’এর হামলার প্রধান হোতা হলো ইসরাইল। এ ঘটনা ঘটানোর জন্য মার্কিন কয়েকটি সংস্থাকে দিকনির্দেশনাও দিয়েছে ইসরাইল।
তিনি বলেন, ‘আমরা যদি মহামিথ্যার মূল খুঁজে বের না করি এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই আবার নতুন নামে চালিয়ে দেয়া হচ্ছে সেটি বুঝতে না পারি তবে আমাদের পরিস্থিতি শোচনীয় হিসেবে বিবেচনা করতে হবে।’