কিশোরকণ্ঠ সুনাগরিক তৈরিতে অবদান রাখছে : আল মাহমুদ

Al Mahmudশিশুকিশোর মাসিক নতুন কিশোরকণ্ঠের ৩য় জাতীয় কিশোরকণ্ঠ পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল রোববার সকাল ১০টায় স্থানীয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন নতুন কিশোরকণ্ঠের উপদেষ্টা ও দেশের প্রধান কবি আল মাহমুদ। তিনি বলেন, কিশোরকণ্ঠ দীর্ঘদিন যাবত এদেশের শিশু কিশোরদের সুনাগরিক হিসাবে গড়ে তুলার লক্ষ্যে নিয়মিত কাজ করে যাচ্ছে। তার অংশ হিসাবে কিশোরকণ্ঠ বার বার বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করে আসছে। তিনি বলেন, সুস্থ সংস্কৃতি বিকাশে এদের সংগ্রামময় অবদানের জন্য আমরা গৌরব অনুভব করি। শিশু-কিশোরদের মনন বিকাশে এদের সকল কর্মকা-কে আমি সমর্থন করি। দেশের শিল্প সাহিত্যের অগ্রগতিতে কিশোরকণ্ঠ উজ্জ্বল দৃষ্টান্ত রাখছে।  দেশের ইতিহাস ঐতিহ্যকে ধরে রাখতে এরা সর্বদায় তৎপর। আমি এদের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করি। প্রতিযোগিতায় পুরস্কার প্রাপ্তদের আমি ধন্যবাদ জানাই। তাদের আগামী দিনের সুউজ্জ্বল সাফল্য কামনা করি। তোমাদের জন্য আমি দোয়া করি। তোমরা ভাল মানুষ হয়ে দেশ গঠনে ভূমিকা পালন করবে।
নতুন কিশোরকণ্ঠের সম্পাদক কবি মোশাররফ হোসেন খানের সভাপতিত্বে ও সহকারী সম্পাদক ইবনুল ইসলাম পারভেজের পরিচালনায় এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নতুন কিশোরকণ্ঠের সহকারী সম্পাদক মো: তোফাজ্জল হোসাইন, হুসনে মোবারক, আব্দুল মান্নান, শফিকুল ইসলাম, অঞ্জন শরীফ, আল-আমীন,রুহুল আমিন প্রমুখ। পুরস্কার প্রাপ্তরা হলেন- আব্দুল আলিম (১০ম শ্রেণী) পাবনা, শরীফুল ইসলাম (১০ম) ঢাকা, নাহ্দাতুন হাসানা (৮ম) নওগাঁ, মুজাহিদ হাসান (৮ম) গাইবান্ধা, আল আমিন হোসেন (১০ম) যশোর, ফাহাদ আব্দুল্লাহ (৯ম) ঢাকা, আব্দুল্লাহ আল মামুন (১০ম) বগুড়া, রাকিবুল ইসলাম (৭ম) রংপুর, আব্দুল্লাহ (৬ষ্ঠ) শেরপুর, হাসানুজ্জামান (১০ম) মেহেরপুর। প্রেসবিজ্ঞপ্তি।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button