হরতাল-অবরোধ না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
শিক্ষার্থীদের কথা মাথায় রেখে হরতাল-অবরোধের মতো কর্মসূচি না দিতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকালে গণভবনে বই উৎসব উদ্বোধন করে তিনি এই আহ্বান জানান। এ সময় কয়েকজন শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, ছোটবেলাতেই সার্টিফিকেট পেলে তা শিশুদের আত্মবিশ্বাস যোগাবে। জাতি শিক্ষিত হলে বাংলাদেশ দারিদ্র্যমুক্ত হবে, আর এ জন্য শিক্ষা খাতে আমরা সবচেয়ে বেশি ব্যয় করে থাকি।
তিনি বলেন, শিক্ষায় খরচ একটি বড় বিনিয়োগ। তিনি সুষ্ঠু শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে দেশের প্রতিটি বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ সুন্দর করা হচ্ছে বলেও জানান।
প্রধানমন্ত্রী নোয়াখালীতে হরতাল চলাকালে শিক্ষক নিহতের ঘটনায় জড়িতদের শাস্তির আওতায় আনা হবে বলে উল্লেখ করেন।
তিনি সময়মতো শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে পারায় সংশ্লিষ্টদের প্রশংসাও করেন।