‘বডি ওর্ন’ ক্যামেরা নিয়ে রাজপথে পুলিশ
পথচারী, গাড়ির চলাচল ও রাস্তায় বিভিন্ন চিত্র ধারণ করতে সার্জেন্টের মাথায় থাকবে এক ধরণের ক্যামেরা। নতুন এই ক্যামেরার নাম ‘বডি ওর্ন’ ক্যামেরা। এ ক্যামেরার মাধ্যমে ৮ ঘণ্টা ভিডিও ও অডিও রেকর্ড করা সম্ভব হবে। বুধবার সকাল সাড়ে ১১টায় রাজধানীর শাহবাগে ডিএমপি কমিশনার বেনজীর আহমেদ এই প্রযুক্তির উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে কমিশনার বলেন, ‘বডি ওর্ন’ ক্যামেরা আজকে আমরা চালু করলাম। এই মুহূর্তে ১৫টি ক্যামেরা দিয়ে আমাদের কার্যক্রম শুরু করেছি। ভবিষ্যতে প্রায় ৪০০ ক্যামেরা যুক্ত করব। এটি হাই রেজুলেশনের ১৬ মেগাপিক্সেল ক্যামেরা, যার মাধ্যমে ৮ ঘণ্টা অডিও ও ভিডিও রেকর্ডিং করা যায়। এটি চাইলে কমান্ডসেন্টার থেকেও দেখা যাবে। এটি শরীরে অথবা মাথায় পরা যায়।
তিনি আরো বলেন, এই ক্যামেরায় রাস্তার সব ধরণের চিত্র ও সার্জেন্টের কথোপকথন রেকর্ড থাকবে। এই রেকর্ড সার্জেন্ট নিজের ইচ্ছায় মুছে ফেলতে পারবে না।
উপ-পুলিশ কমিশনার(অর্থ ও বাজেট) ইমাম হোসেন জানান, সব ধরণের ক্যামেরার কার্যক্রম কেন্দ্রীয়ভাবে মনিটরিং করা হবে।