‘২০১৪ সালে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে ৬৫৮২ জন’

‘২০১৪ সালে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে ৬৫৮২ জন, ২০১৩ সালে এ সংখ্যা ছিল ৫১৬২ জন। গত বছরের তুলনায় এবছর সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার ২৭ ভাগ বেশি।’ বুধবার দুপুরে ঢাকা রিপোর্টাস ইউনিটির (ডিআরইউ) ছোট ‍মিলনায়তনে ‘নিরাপদ সড়ক চাই’ এর আয়োজনে ‘২০১৪ সালের সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান ও প্রতিবেদন প্রকাশ’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এ তথ্য দেন সংগঠনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘২০১৪ সালে দুর্ঘটনার সংখ্যা ছিল ২৭১৩টি। এতে আহতের সংখ্যা ১০,৭৭০ জন এবং নিহত হয়েছে ৬,৫৮২ জন। এবারের উল্লেখযোগ্য সড়ক দুর্ঘটনা হলো নাটোরের সড়ক দুর্ঘটনা, এখানে মৃত্যু হয়েছে ৪৪ জনের। যশোরে বরযাত্রী গাড়ীর দুর্ঘটনায় মৃতের সংখ্যা ১৭ জন। বিশিষ্ট সাংবাদিক জগলুল হায়দার চৌধুরী ২৯ নভেম্বর সড়ক দুর্ঘটনায় নিহত হন। এছাড়া নৌপথের বড় ট্র্যাজেডি পিনাক-২ এ লঞ্চডুবি। রেলপথে এ সপ্তাহের কমলাপুরের দুর্ঘটনা উল্লেখযোগ্য।’
তিনি বলেন, ‘২০১৪ সালে বেশিরভাগ দুর্ঘটনা ঘটে মোটরসাইকেল, হাইওয়েতে ছোট ছোট যান ভ্যান, রিকশা, নসিমন, সিএনজি ইত্যাদির কারণে। তাছাড়া মোটরসাইকেল ব্যবহারকারীরা হেলমেট ব্যবহার না করার কারণে, দুইজনের অধিক আরোহী ও অপ্রাপ্তবয়স্ক মোটরসাইকেল চালানোর কারণে দুর্ঘটনায় বেশি নিহত হয়েছে। এছাড়াও বাস, ট্রাক ও মাইক্রোবাসে দুর্ঘটনার সংখ্যাও কম ছিল না। তবে দুঘর্টনায় মৃত্যুবরণকারীদের মধ্যে যাত্রীর চেয়ে পথচারীদের সংখ্যাই বেশি।’
এসময় সড়ক দুর্ঘটনা রোধের ব্যাপারে ইলিয়াস কাঞ্চন কতিপয় সুপারিশ তুলে ধরেন। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- চালকদের উপযুক্ত প্রশিক্ষণের ব্যবস্থা, সব জেলায় একটি করে ড্রাইভিং ও মেকানিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা। দুঘর্টনার জন্য দায়ী সকল পক্ষকে শাস্তির আওতায় আনা ইত্যাদি।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সংগঠনের যুগ্ম-মহাসচিব বেলায়েত হোসেন খান নান্টু, সাদেক হোসেন বাবলু, অর্থ সম্পাদক নাসিম , প্রচার সম্পাদক কামাল হোসেন খান প্রমুখ।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button