প্রেসিডেন্ট মুরসির আটকাদেশের মেয়াদ বাড়লো
মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মাদ মুরসির আটকাদেশের মেয়াদ ১৫ দিন বাড়ানো হয়েছে। দেশটির বিচার বিভাগ আজ (সোমবার) এ আদেশ দিয়েছে। মুরসির বিরুদ্ধে তদন্ত শেষ না হওয়ায় তার আটকাদেশের মেয়াদ বাড়ানো হয়েছে বলে জানানো হয়। ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসকে সহযোগিতা করার অভিযোগে মুরসির বিরুদ্ধে মিশরের আদালত গত ২৬ জুলাই প্রথম আটকাদেশ দেয়।
এর আগে, গত ৩ জুলাই মিশরের সেনাবাহিনী অভ্যুত্থানের মাধ্যমে মুরসিকে ক্ষমাচ্যুত করে। সেই থেকে তার সমর্থকরা রাজপথে আন্দোলন করছে এবং তাকে পুনর্বহাল না করা পর্যন্ত তারা আন্দোলন বন্ধ করবে না বলেও ঘোষণা দিয়েছে।