মানচিত্র থেকে ইসরাইল আউট গাজা ইন

harpercollins mapবিশ্বজুড়ে ব্যাপকভাবে পরিচিত হার্পারকলিন্স মানচিত্র থেকে ইসরাইল বাদ দেয়া হয়েছে। তবে তাতে জর্ডান ও গাজা রয়েছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের ক্রেতাদের কাছে ‘অগ্রহণযোগ্য’ হওয়ায় তারা এ কাজ করেছে। তবে পরে এই কাজের জন্য তারা দুঃখপ্রকাশও করেছে এবং মানচিত্রগুলো বাজার থেকে প্রত্যাহার করার কথা ঘোষণা করেছে।
প্রকাশক বলেছে, ‘স্থানীয় অগ্রাধিকার’ দিতে গিয়ে তাদের মানচিত্র থেকে ইসরাইলকে মুছে ফেলা হয়েছিল। তবে তারা এখন মনে করছে, সেটা করা তাদের ঠিক হয়নি।
নিউজ কোরের একটি অঙ্গপ্রতিষ্ঠান হলো যুক্তরাষ্ট্রভিত্তিক হারপারকলিন্স। আর নিউজ কোরের নির্বাহী চেয়ারম্যান মিডিয়া মোগল রুপার্ট মারডক সুপরিচিত ইসরাইলপন্থী।
মধ্যপ্রাচ্যের ওই মানচিত্রটি প্রকাশের পর ইসরাইলপন্থীরা ব্যাপক সোরগোল শুরু করে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button