থার্টি ফার্স্ট নাইট করতে গিয়ে লাশ
ইংরেজী নতুন বছরের প্রথম দিনেই বগুড়ায় বেসরকারী পলিটেকনিকের ছাত্রকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকাল ১০ টায় পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। নিহত বিপ্লব (১৮) বগুড়ার বেসরকারী পলিটেকনিক ইন্সটিটিউট বিআইআইটির ছাত্র এবং শহরের ছিলিমপুর উত্তরপাড়ার দুবাই প্রবাসী রানুর পুত্র।
বগুড়ার সহকারী পুলিশ সুপার গাজীউর রহমান জানান, থার্টি ফার্স্ট নাইট উদযাপনের উদ্দেশ্যে বিপ্লব বুধবার রাতে বাড়ি থেকে বের হয়ে আর ফিরেননি। বৃহস্পতিবার সকালে তার বাড়ি থেকে এক কিলোমিটার দুরে ইউক্যালিপটাস বাগানের পাশে ক্ষেতের মধ্যে বিপ্লবের লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
পুলিশ লাশ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।
তিনি আরো জানান, পরিকল্পিতভাবে বিপ্লবকে গলা কেটে হত্যা করা হয়েছে। ধারালো হাসুয়ার আঘাতে তার গলার বেশিরভাগ অংশ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। বিপ্লবের সাথে থাকা আড়াই লাখ টাকা মূল্যের ইয়ামাহা ফেজার মোটর সাইকেল, দামি মোবাইল ও নগদ টাকা হত্যাকারীরা নিয়ে গেছে । লাশ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।
বগুড়া সদর থানার এসআই আনোয়ার হোসেন জানান, বিপ্লব হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতারে চেষ্টা চলছে।