এক্সপ্লোরারের দিন শেষ !
বিদায় নিতে চলেছে মাইক্রোসফটের ওয়েব ব্রাউজার এক্সপ্লোরার। খুব শিগগিরই এর বিকল্প বাজারে আসছে। মাইক্রোসফটের বিভিন্ন কর্তাদের কথা থেকে এই ইঙ্গিত পাওয়া গিয়েছে।
একটা সময় ইন্টারনেট ঘাঁটতে গেলে এক্সপ্লোরার ছাড়া বিকল্প ছিল না। কিন্তু এটি খুব ধীর গতিতে কাজ করে এই অভিযোগ ছিল। ক্রমশ বাজারে ঢুকে পড়ে মোজিলা ফায়ারফক্স ও গুগল ক্রোম। দুটি ব্রাউজারই অনেক বেশি গতিশীল। এখন ডেস্কটপ বা ল্যাপটপে এক্সপ্লোরার থাকলেও ব্যবহারকারীরা তা ছুঁয়ে দেখেন না। শেষমেশ তাই এক্সপ্লোরারকে বিদায় দেয়ায় সিদ্ধান্ত নিল মাইক্রোসফট।
চলতি মাসের ২১ তারিখ মাইক্রোসফট উইন্ডোজের উন্নততর একটি সংস্করণ বাজারে আনছে। এটি হলো উইন্ডোজ ১০। ওই দিন এক্সপ্লোরারের ব্যাপার চূড়ান্ত কোনো সিদ্ধান্ত ঘোষিত হবে বলে মনে করা হচ্ছে।