ইবোলায় মৃতের সংখ্যা বেড়ে ৭,৮৯০
পশ্চিম আফ্রিকায় ছড়িয়ে পড়া ইবোলায় মৃতের সংখ্যা বেড়ে ৭ হাজার ৮৯০ জনে দাঁড়িয়েছে। এ ভাইরাসে আক্রান্ত হয়েছে মোট ২০ হাজার ১৭১ জন। গত বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা একথা জানায়। এর আগে সোমবার ইবোলা ভাইরাসের মৃতের সংখ্যা প্রকাশের পর ব্রিটেনে এ প্রথম এ রোগে আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করা হলো।
ব্যাপকভাবে ইবোলা ছড়িয়ে পড়া পশ্চিম আফ্রিকার তিনটি দেশ সিয়েরা লিওন, লাইবেরিয়া গিনিতে অধিকাংশ রোগী মারা যায়।
এছাড়া এ ভাইরাসে মালিতে ছয়জন, যুক্তরাষ্ট্রে একজন ও নাইজেরিয়ায় আটজনের মৃত্যু হয়। তবে গত অক্টোবরে নাইজেরিয়াকে ইবোলা মুক্ত ঘোষণা কারা হয়। স্পেন ও সেনেগালে ইবোলায় একজন করে আক্রান্ত হলেও দেশ দুটিতে কোন মৃত্যুর ঘটনা ঘটেনি।