২০১৪ সালে সিরিয়ায় নিহত ৭৬ হাজার
চার বছর ধরে চলা সিরিয়ার গৃহযুদ্ধে ২০১৪ সালে সবচেয়ে বেশি মানুষ নিহত হয়েছে। যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান মানবাধিকার পর্যবেক্ষক সংস্থার মতে, গত বছর ৭৬ হাজার ২৬ জন মানুষ নিহত হয়েছে। এদের মধ্যে ৩ হাজার ৫০১ শিশুসহ ১৭ হাজার ৭৯০ বেসামরিক লোকও রয়েছেন। অন্যদিকে, ২০১৪ সালে ইরাকে বিভিন্ন সহিংসতায় অন্তত ১৫ হাজার লোক নিহত হয়েছে। যা ২০০৭ সালের পর সর্বোচ্চ। দুই দেশের অধিকাংশ সহিংসতা কথিত ইসলামিক স্টেট ও অন্যান্য সশস্ত্র গ্রুপগুলোর কারণেই ঘটেছে।
সংস্থাটির এ রিপোর্ট স্বতন্ত্রভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে সংস্থাটি জানিয়েছে তারা পুরো দেশের তথ্য সংগ্রহের মাধ্যমেই এ রিপোর্ট তৈরি করেছে।
সংস্থাটি বলছে, ২০১৩ সালে সিরিয়ায় ৭৩ হাজার ৪৪৭ জন প্রাণ হারিয়েছে। আর গত চার বছরে প্রাণ হারিয়েছে ২ লাখেরও বেশি মানুষ।
সংস্থাটি আরো জানায়, ২০১৪ সালে অন্তত ২২ হাজার ৬২৭ জন সরকার পক্ষের সেনা নিহত হয়েছে। এছাড়া আইএস ও নুসরা ফ্রন্টের প্রায় ১৭ হাজার যোদ্ধা নিহত হয়েছে। তাছাড়া অন্যান্য সশস্ত্র বিদ্রোহী গ্রুপগুলোর ১৫ হাজার যোদ্ধা এবং ১৭ হাজার ৭৯০ জন বেসামরিক লোক নিহত হয়েছে।