সুইডেনে আরো একটি মসজিদে হামলা
সুইডেনে আরো একটি মসজিদে আবারো মলটোভ ককটেল দিয়ে হামলা করা হয়েছে। দেশটিতে এক সপ্তাহের কম সময়ের মধ্যে এ নিয়ে তৃতীয় দফা মসজিদের বিরুদ্ধে হামলার ঘটনা ঘটল। পূর্বাঞ্চলীয় সুইডেনের আপ্পাসালা শহরে বৃহস্পতিবারের হামলা চালানো হয়েছে এবং পুলিশ হামলাকারীকে ধরার জন্য অভিযান শুরু করেছে।
শহরটির পুলিশের মুখপাত্র বলেছেন, মলটোভ ককটেল ছোঁড়া হলেও মসজিদে আগুন ধরে নি। এছাড়া হামলাকারীরা মসজিদের দেয়ালে বর্ণবাদী এবং অশালীন শ্লোগানও লিখে রেখে গেছে।
পুলিশকে এ হামলার বিষয় অবহিত করা হয়েছে। হামলাকারীদের শনাক্ত করার মতো তথ্য দেয়ার জন্য প্রত্যক্ষদর্শীদের প্রতি আহ্বান জানিয়েছে পুলিশ।
বড়দিনের সময় অর্থাৎ ২৫ ডিসেম্বর রাজধানী স্টকহোমের পূর্বে অবস্থিত ইসকিলসটুনা শহরের মসজিদে জানালা দিয়ে পেট্রোল বোমা ছোঁড়া হয়। মুসল্লিরা এ সময় নামাজ আদায় করছিলেন এবং এ হামলায় অন্তত ৫ ব্যক্তি আহত হয়েছে।
এছাড়া সোমবার সকালে দক্ষিণাঞ্চলীয় শহর এস্লোভের একটি মসজিদে আগুন ধরিয়ে দেয়া হয়েছিল।