ভারত-পাকিস্তানের পরমাণু স্থাপনা সংক্রান্ত তথ্য বিনিময়
দুই দেশের সীমান্তে তীব্র উত্তেজনা বিরাজ করা সত্ত্বেও পাকিস্তান ও ভারতের শীর্ষস্থানীয় কর্মকর্তারা পরমাণু স্থাপনা সংক্রান্ত তথ্য বিনিময়ে করেছেন। কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে একই সময়ে এ সব তথ্য বিনিময় করা হয়।
বৃহস্পতিবার পাক পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, দুই দেশ নিজ নিজ দেশের পরমাণু স্থাপনা সংক্রান্ত তথ্য কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে বিনিময় করেছে। এক চুক্তির ভিত্তিতে প্রতিবছর জানুয়ারি মাসের এক তারিখে চিরপ্রতিদ্বন্দ্বী দেশ দু’টি পরমাণু তথ্য বিনিময় করছে। যুদ্ধকালীন সময়ে পরমাণু স্থাপনাকে হামলার হাত থেকে রক্ষার লক্ষ্যে এ সব তথ্য বিনিময় করা হয়।
এদিকে ঘটনাক্রমে পরমাণু যুদ্ধ বেঁধে যাওয়া প্রতিহত করার লক্ষ্যে টেলিফোন হটলাইনও স্থাপন করেছে ইসলামাবাদ এবং নয়াদিল্লি।