অনুমতি না পেলেও ৫ জানুয়ারি সমাবেশ হবে : রিজভী
প্রশাসনের অনুমতি না পেলেও আগামী ৫ জানুয়ারি সমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি। শুক্রবার বিকেলে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, দৃঢ়তার সঙ্গে দ্ব্যর্থহীন কণ্ঠে আমরা বলতে চাই, ৫ জানুয়ারি আমরা কর্মসূচি করবই। আমরা বার বার অঙ্গীকার করছি, ৫ জানুয়ারি ২০ দলীয় জোটের জনসভা হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ। আমরা এই জনসভায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সার্বিক সহযোগিতা চাই।
তিনি বলেন, সরকার অনুমতি না দিলে সেক্ষেত্রে আমাদের কর্মসূচি দিতেই হবে। এজন্য সরকারকেই দায় নিতে হবে।
রিজভী বলেন, সভা সমাবেশ করা গণতান্ত্রিক অধিকার। সরকার ও পুলিশ প্রশাসন সমাবেশের অনুমতি নিয়ে টালবাহানা করছে। আমাদের সমাবেশ কর্মসূচি শান্তিপূর্ণ। যা পূর্ব ঘোষিত একটি কর্মসূচি। আশা করি ক্ষমতাসীন সরকার গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় বিএনপিকে ৫ জানুয়ারি সমাবেশের অনুমতি দেবে।
বুধবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সংবাদ সম্মেলনে ৫ জানুয়ারিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ ঘোষণা করে কর্মসূচি ঘোষণা করেন।
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান, শাপলা চত্বর বা নয়াপল্টনের যেকোনো একটিতে ৫ জানুয়ারি সমাবেশ করার অনুমতি চেয়ে ২২ ডিসেম্বর ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাছে আবেদন করে বিএনপি।