‘মুসলমানদের জন্য নো পার্কিং’ সাইনবোর্ড সরানো হলো
মঞ্জুর কাদের : শপিং মলের সামনে ‘কোনো মুসলমানরা গাড়ি পার্ক করতে পারবে না’ এ নির্দেশ সম্বলিত একটি সাইনবোর্ড সরানো হলো। টেক্সাসের স্থানীয় শপিং মলের সামনে এই সাইনবোর্ড টাঙানো হয়েছিল। শপিং মলের কাছেই আল-ফারুক মসজিদের মুসল্লিদের প্রতিবাদের পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ সাইনবোর্ড সরিয়ে ফেলে। মসজিদটির একজন মুসল্লি ইয়ারা অ্যাবোশ্যাডি বলেন, ‘আমি খুবই র্মোহত। আমরা এমন একটি সমাজে বাস করি যেখানে সবাইকে বলা হয় সহজেই কোনোকিছু গ্রহণ করার মতো মানসিকতার অধিকারী হতে। আমাদের প্রত্যেকেরই নিজ নিজ ধর্ম পালনের স্বাধীনতা আছে।’ আল-ফারুক মসজিদের কাছেই অবস্থিত ওয়েস্টভিউ শপিং সেন্টারে ‘মুসলিমদের জন্য পার্কিং নয়’-সংক্রান্ত একটি নির্দেশনামা লাগানো হয়েছিল। শপিং লে ও মসজিদ একই দিকে অবস্থিত হওয়ায় মুসলমানরা মসজিদে আসতে শপিং মলের পার্কিং লটটিই ব্যবহার করতেন। আর এ কারণেই শপিং মলের কর্তৃপক্ষ এই সাইনবোর্ড লাগিয়েছিল। শপিং মলের মালিক স্টিভ কন জানান, ওই নির্দেশটি সরিয়ে ফেললেও ভবিষ্যতে পার্কিং লটে নিয়মভঙ্গ করে পার্ক করা গাড়ির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, মলটির বেশ কিছু কর্মচারি অভিযোগ করেছেন মালিক স্টিভ কন নিজেই শপিং মলের সর্বত্র এই নোটিশটি লাগিয়েছিলেন। অবশ্য স্টিভ কন এ অভিযোগ অস্বীকার করেছেন। ভয়েস অব রাশিয়া