হাওয়ায় লেখার স্মার্টপেন আনছে অ্যাপল
প্রযুক্তি জায়ান্ট অ্যাপল একের পর এক প্রযুক্তির চমক দিয়ে মাতিয়ে তুলছে সবাইকে। আইপ্যাড, আই টিউনস, আই ফোন ইতিমধ্যে সারা বিশ্বে বিশেষ ক্রেজ তৈরি করেছে। তারই ধারাবাহিকতায় স্মার্টওয়াচ ও স্মার্টস্পুনের পর এবার তৈরি হচ্ছে স্মার্টপেন। এই প্রযুক্তি পণ্য তৈরি করছে টেক জায়ান্ট অ্যাপল। যুক্তরাষ্ট্রের পেটেন্ট ও ট্রেডমার্ক অফিস থেকে ডিভাইসটি তৈরির অনুমোদনও পেয়ে গেছে টিম কুকের প্রতিষ্ঠানটি।
এই স্মার্টপেন দিয়ে কোনো কিছু খাতায় লিখলে তা সরাসরি আইপ্যাডে দেখাবে। এই কাজে সাহায্য করবে ডিভাইস স্টোরেজ এবং ওয়্যারলেস ট্রান্সমিশন। শুধু তাই নয়, থ্রিডি মোশন সেন্সরের মাধ্যমে এই পেন যে কোনো হাতের লেখার ডিজিটাল কপিও তৈরি করে দেবে। তবে ডিভাইসটির সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হল এর সাহায্যে টেবিলের ওপর, এমনকি বাতাসে হাত ঘুরিয়ে লিখলেও তার ডিজিটাল কপি পাওয়া যাবে। তবে অ্যাপল কবে নাগাদ ডিভাইসটি বাজারে আনবে কিংবা কবে থেকে এর উৎপাদন শুরু করবে এ ব্যাপারে কোনো তথ্য জানায়নি।