প্রিন্স এন্ড্রুর বিরুদ্ধে যৌন অপরাধের অভিযোগ মিথ্যা
অপ্রাপ্ত মেয়ের সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ এনে ব্রিটেনের প্রিন্স এন্ড্রুর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের একটি আদালতে করা অভিযোগ নাকচ করে দিয়েছে বাকিংহাম প্যালেস। বাকিংহ্যাম প্যালেস এক বিবৃতিতে বলেছে, তার বিরুদ্ধে আনা এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।
প্রিন্স এন্ড্রুর সাবেক এক বন্ধু ও মার্কিন বিনিয়োগকারি জেফরি এপস্টেইনের বিরুদ্ধে করা এক মামলার কাগজপত্রে প্রিন্স এন্ড্রুর বিরুদ্ধে এই অভিযোগ করা হয়।
জেফরি এপস্টেইন যৌন অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার এক আদালতে দায়ের করা এক মামলার কাগজপত্রে এক মহিলা অভিযোগ করেন যে জেফরি এপস্টেইন তাকে অনেক পুরুষের সঙ্গে যৌনমিলনে বাধ্য করেন।
১৭ বছর বয়সে তাকে যাদের সঙ্গে যৌন মিলনে বাধ্য করা হয় তাদের একজন ছিলেন ব্রিটেনের প্রিন্স এন্ড্রু। যুক্তরাষ্ট্রে যৌন মিলনের জন্য সম্মতির ন্যূনতম বয়স হচ্ছে ১৮।