বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা
সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ১৫ সদস্যের বিশ্বকাপ ক্রিকেট স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড -বিসিবি। রবিবার মিরপুরে হোম অব ক্রিকেটে দুপুর একটায় দল ঘোষণার কথা থাকলেও দুই ঘন্টা পর দল ঘোষণা করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এ সময় মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস ও প্রধান নির্বাচক ফারুক আহমেদ উপস্থিত ছিলেন। তবে গত বিশ্বকাপ স্কোয়াডের মাত্র ৬ জন আছেন এবারের দলে। সেই ক্ষেত্রে প্রথম বারের মতো বিশ্বকাপে খেলার সুযোগ পাচ্ছেন ৯ জন।
অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের আবহাওয়া ও কন্ডিশনের কথা মাথায় রেখেই দল ঘোষণা করেছে নির্বাচকরা। ওখানকার উইকেটে বাউন্স ও গতি বেশী থাকায় দলে পেসারদের বেশী গুরুত্ব দেয়া হয়েছে। দলে চার জন পেসার রাখা হয়েছে। তারা হলেন মাশরাফি, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন ও রুবেল হোসেন। স্পিনার তিনজন হলেন- সাকিব আল হাসান, আরাফাত সানি ও তাইজুল ইসলাম। ১৫ জন ছাড়াও দুইজনকে স্টান্ডবাই হিসেবে রাখা যাবে। তাদের একজন হলেন পেসার শফিউল ইসলাম ও ওপেনার লিটন কুমার দাস।
১৫ সদস্যের চুড়ান্ত দল: মাশরাফি মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ অধিনায়ক), তামিম ইকবাল, এনামুল হক বিজয়, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মুমিনুল হক, মাহমুদুল্লা রিয়াদ, নাসির হোসেন, তাইজুল ইসলাম, আরাফাত সানি, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন ও রুবেল হোসেন।
স্টান্ডবাই: শফিউল ইসলাম ও লিটন কুমার দাস।