এটা কোন ধরনের নিরাপত্তা : খালেদার প্রশ্ন

Khaledaঅবরুদ্ধ খালেদা জিয়া গুলশান কার্যালয়ের ভেতরে গাড়িতে চড়ে বসলেও পুলিশ গাড়ি বের হতে দেয়নি। গাড়ি থেকে নেমে তিনি বলেন, আমি শনিবার আমার কার্যালয়ে এসেছিলাম। কিন্তু সে সময় থেকে এখানে পুলিশ আমাকে অবরুদ্ধ করেছে রেখেছে।
তিনি বলেন, সরকার বলছে তারা আমাকে আটকে রাখেনি। কিন্তু আপনারা দেখছেন তারা আমাকে সম্পূর্ন অবরুদ্ধ করে রেখেছে।
বিএনপি চেয়ারপারসন সরকারকে প্রশ্ন করে বলেন, কেন আমাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে? কেন আমাদের সমাবেশ করতে দেয়া হয়নি?
তিনি বলেন, শুধু অামি অবরুদ্ধ নই। গোটা দেশ আজ অবরুদ্ধ। তারা দেশকে কারাগারে পরিণত করেছে।
খালেদা বলেন, এই অবৈধ সরকার গোটা দেশকে বসবাসের অনুপোযোগি করেছে।
তিনি বলেন, কেন আমার এই হঠাৎ করে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এর আগে অন্য সময়তো এ রকম নিরাপত্তা দেয়া হয়না।
তিনি জানান, আমাদের কর্মসূচির সময় নিরাপত্তার কথা বলে আমাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। দেশে কি যুদ্ধ চলছে যে, এখানে বালুভর্তি ট্রাক রাখা হয়েছে?
তিনি বলেন, শুধু আমি একা অবরুদ্ধ নই, দেশ আজ কারাগারে পরিণত হয়েছে। নিরাপত্তা দিয়ে পুলিশ নয়াপল্টনে নিয়ে যেতে পারত আমাকে।
এর আগে ‘গণতন্ত্র হত্যা দিবসে’র কর্মসূচিতে অংশ নিতে বের হওয়ার চেষ্টা করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
সোমবার বিকেল পৌনে ৪টায় তিনি তার গুলশান কার্যালয়ের প্রধান ফটকের ভিতরে গাড়িতে চড়ে বসেন। যদিও ফটকের বাইরে পুলিশসহ নিরাপত্তাবাহিনীর কড়া অবস্থান রয়েছে।
এ সময় তার গাড়ির সামনে মহিলা দলের বেশ কয়েকজন কর্মী কালোপতাকা হাতে মিছিল করেন। একপর্যায়ে পুলিশ পিপার স্প্রে নিক্ষেপ করলে আহত হন বিএনপির গুলশান কার্যালয়ের কর্মকর্তা জসিম উদ্দিন, চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামছুদ্দিন দিদার, শায়রুল কবির খান, সাবেক সংসদ সদস্য সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া ও নিলুফার চৌধুরী মনি।
সাংবাদিকদের মধ্যে আহত হন ডেইলি স্টারের রাশেদুল হাসান, বিডি নিউজের সুমন মাহমুদ প্রমুখ।
এরই মধ্যে প্রধান ফটকের বাইরে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস। তিনি নেতাকর্মীদের আন্দোলন চালিয়ে চাওয়ার আহ্বান জানান। খালেদা জিয়া প্রধান ফটক খুলে দিতে পুলিশের প্রতি আহ্বান জানিয়েছেন বলেও তিনি জানান।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এমএ কাইয়ূম সাংবাদিকদের বলেন, খালেদা জিয়াকে বহনকারী গাড়ি বের হতে দেওয়া হচ্ছে না।
এর আগে গুলশান কার্যালয়ের মূল গেটে সোমবার দুপুর ১২টার দিকে তালা ‍লাগিয়ে দেয় পুলিশ। এর পর দুপুর পৌনে ১টার দিকে গুলশান কার্যালয়ের অপর একটি গেটেও পুলিশ তালা লাগিয়ে দেয়।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button