গণঅপহরণ ও হত্যামামলায় মেয়রের স্ত্রী গ্রেপ্তার
মেক্সিকোর ইগুয়ালা শহরের মেয়র হোসে লুইস অ্যাবারকার স্ত্রী মারিয়া দ্য লস অ্যাঞ্জেলস পিনেদাকে গণঅপহরণ মামলায় গ্রেপ্তার করেছে মেক্সিকো পুলিশ। গত বছর দেশটির ইগুয়ালা প্রদেশের এক শিক্ষক প্রশিক্ষণ একাডেমির ৪৩ ছাত্রকে অপহরণের ঘটনায় উত্তাল হয়ে ওঠে রাজনৈতিক পরিস্থিতি। লস অ্যাঞ্জেলস পিনেদা ঐ ছাত্রদের মাদকবিরোধী বিক্ষোভ থামাতেই কেবল পুলিশকে নির্দেশ দেননি, তাদের মাদক চোরাচালান দলের কাছে হস্তান্তরের নির্দেশও দিয়েছেন বলে জানা যায়। গত সপ্তাহের বুধবার পিনেদার অপহরণ সংশ্লিষ্টতা বিষয়ে জোর তদন্তের দাবি উত্থাপিত হয়। বলা হয়, মেয়রের স্ত্রী পিনেদা স্বয়ং ঐ মাদক চোরাচালান দল- গুয়েরেরোস ইউনিদোসের প্রতিষ্ঠাত্রী এবং অপহরণের মূল হোতা। ২০০৯ সালে ঐ মাদক চোরাচালান দলটি প্রতিষ্ঠিত হয়।
মামলা দায়েরকারী ছাত্ররা দাবি করেন, পিনেদা ৪৩ ছাত্রসহ প্রায় ২০০ অপহরণ ঘটনার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত।
ইগুয়ালা প্রদেশ থেকে গত ২০১৪ সালের ২৬ সেপ্টেম্বর একযোগে ৪৩ ছাত্র অপহৃত হয়। পরে তাদের সব ক’জনকে হত্যা করা হয়। পূর্ব্বতন ছাত্রজীবনে অপহৃতদের বামপন্থী আন্দোলনের সঙ্গে যুক্ত থাকারও ইতিহাস রয়েছে বলে শোনা যায়।