‘ইসলামবিরোধী বিক্ষোভে জার্মানির ক্ষতি হয়েছে’

Waltarজার্মানির ডানপন্থী আন্দোলন পিইজিআইডিএ’র ইসলাম ও অভিবাসীবিরোধী বিক্ষোভ শোভাযাত্রার কঠোর সমালোচনা করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ফ্রাংক-ওয়ালটার স্টেইনমেয়ার।
দেশটির ট্যাবলয়েড দৈনিক বিল্ডকে তিনি বলেন,  পিইজিআইডিএ’র বিক্ষোভ শোভাযাত্রায় একদিকে জার্মানির ক্ষতি করেছে অন্যদিকে বিশ্বে নষ্ট করেছে জার্মানির ভাবমর্যাদা। জার্মানির পূর্বাঞ্চলীয় শহর ড্রেসডেনে গত ৩ মাস ধরে প্রতি সপ্তাহে ইসলামবিরোধী বিক্ষোভ করছে পিইজিআইডিএ। এদিকে সোমবার জার্মানির কয়েকটি শহরে হাজার হাজার মানুষ পিইজিআইডিএ’র বিরুদ্ধে বিক্ষোভ করেছে।
এ ছাড়া, ইংরেজি নববষের্র ভাষণে চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল জার্মানবাসীদের  পিইজিআইডিএ থেকে দূরে থাকার আহ্বান জানান। ভাষণে পিইজিআইডিএ’র সদস্যদের বর্ণবাদী এবং ঘৃণায় পরিপূর্ণ বলে অভিহিত করেন মার্কেল।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button