আন্তর্জাতিক মানব শিকারীর হাতে নিহত ব্রিটিশ তরুনী

Nadine-Aburasমেহেদী হাসান: নাদিন আবুরাস ২৮ বছরের উচ্ছ্বল মেধাবী এক তরুনী। দেখতে সুন্দর। মুসলিম এ ছাত্রীর লাশ গত ৩০ ডিসেম্বর রাতে পাওয়া যায় কার্ডিফের ফিউচার ইন হোটেলের একটি কক্ষে। ব্রিটেনের সাউথ ওয়েলসে মা-বাবার সাথে বাস করতেন নাদিন আবুরাস।
কার্ডিফের ফিউচার হোটেলটি তাদের বাসা থেকে একমাইলেরও কম দূরত্বে অবস্থিত। কে এবং কেন হত্যা করল এমন প্রাণবন্ত এবং পরোপকারী নাদিন আবুরাসকে?
এ তথ্য উৎঘাটনের জন্য হন্যে হয়ে খুঁজছে গোটা যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, বাহরাইন এবং তানজানিয়াসহ গোটা পশ্চিম আফ্রিকার সবগুলো দেশের গোয়েন্দা পুলিশ টিম।
তার হত্যার পেছনে বেরিয়ে এসেছে আল হামরি নামের ৪৪ বছরের এক সন্দেহভাজনের নাম। কিন্তু আল হামরিই যে তার হত্যাকারী এ ব্যাপারে এখনো নিশ্চিত নন তারা। তবে আল হামরি সম্পর্কে এ পর্যন্ত যে তথ্য তাদের কাছে এসেছে তাতে সে একজন আন্তর্জাতিক মানব শিকারী এবং প্রভাবশালী বিপজ্জনক ব্যক্তি বলে তাদের অনুমান। তাকেই ধরার জন্য উপরোক্ত দেশগুলোর গোয়েন্দা সদস্যরা এখন নিদ্রাহীন। আল হামরির বসবাস নিউইয়র্কে।
গোয়েন্দা পুলিশের প্রাপ্ত তথ্যমতে আল হামরি ছিল নাদিন আবুরাসের অনলাইন বন্ধু। অর্থাৎ ইন্টারনেট এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের সূত্র ধরে তাদের পরিচয় ঘটে।
আল হামরি এবং নাদিন আবুরাস একসাথে হোটেল ফিউচারে প্রবেশ করেন। ৩০ ডিসেম্বর নিহত হবার রাতে তারা দুজনে ঘন্টাখানিকের জন্য হোটেলের বাইরে বের হয় এবং রাত ১১টার দিকে ফিরে আসে। এরপর রাত তিনটায় আল হামরি একা হোটেল ত্যাগ করে । ৩১ ডিসেম্বর সকাল সাড়ে দশটায় সে হিথ্রো বিমান বন্দর থেকে প্রথমে বাহরাইন এবং পরে কাতার যায়। সে এখন তানজানিয়ায় রয়েছে বলে গোয়েন্দা পুলিশের ধারণা। ৩০ ডিসেম্বর দিবাগত রাত তিনটায় আল হামরি হোটেল ত্যাগ করার কয়েক ঘন্টা পরে ৩১ ডিসেম্বর বিকালে রুমে নাদিন আবুরাসের মৃতদেহ উদ্ধার করে হোটেল কর্তৃপক্ষ।
নাদিন আবুরাস এবং আল হামরির ফেসবুক, ইমেইল প্রভৃতি অনুসন্ধান করে পুলিশ বলছে আল হামরি এবং নাদিন আবুরাসের মধ্যে গত তিন বছর আগে সম্পর্ক গড়ে উঠেছে অনলাইনের মাধ্যমে। আবুরাস এর মধ্যে একবার নিউইয়র্কে আল হামরির সাথে সাক্ষাৎ করেছে। ফিউচার হোটেল, এয়ারপোর্ট এবং বিমান কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত তথ্য মতে পুলিশ বলছে আল হামরি আগে থেকেই হোটেলের কক্ষ বুকিং দিলেও ৩১ ডিসেম্বর হিথ্রো এয়ারপোর্ট থেকে বিমান যাত্রার বিষয়ে আগে থেকে বুকিং দেয়া ছিলনা।
৩১ ডিসেম্বর আলহামরি হিথ্রো এয়ারপোর্টে যাবার ছবি সিসি ক্যামেরার মাধ্যমে উদ্ধার করেছে। সেখানে তার মুখমন্ডলে সামান্য দাড়ি দেখা যাচ্ছে। তব্য অন্য ছবিতে দাড়ি নেই। এ ছবি গত ৫ জানুয়ারি যুক্তরাজ্যের মেইল অনলাইনে প্রকাশিত হয়েছে।
নাদিন আবুরাসের মা আন্দ্রেয়া জানান, সে ছিল সদা উচ্ছ্ল, মেধাবী একজন তরুনী। সে সবসময় অপরের উপকার করতে ভালবাসত। সাউথ ওয়েলসের পুলিশ জানিয়েছে আল হামরিকে গ্রেফতার করা সাপেক্ষে এ হত্যার বিষয়ে এক সপ্তাহের মধ্যে তারা বিস্তারিত জানতে পারবে বলে বিশ্বাস।
তাদের মতে আল হামরির পেশা কি তা নিশ্চিত হওয়া যায়নি। তবে সে প্রভাবশালী এবং বিপজ্জনক বলেই তাদের বিশ্বাস। তাকে আশ্রয় দেবার অনেক লোক থাকতে পারে। তাই তাকে ধরাও অত সহজ নাও হতে পারে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button