অবরোধের দ্বিতীয় দিনে নিহত দুই

২০ দলীয় জোটের ডাকে অনির্দিষ্টকালের অবরোধের দ্বিতীয় দিনে নোয়াখালীর বেগমগঞ্জে সংঘর্ষের ঘটনায় রুবেল নামে ১জন বিএনপির কর্মী নিহত হয়েছেন। এ ছাড়া আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাজধানীসহ রাজশাহী, সিলেট, বরিশাল, যশোর, লক্ষ্মীপুর, সিরাজগঞ্জ, পাবনা, চাঁদপুর, ফেনী, নোয়াখালী, সাতক্ষীরা, টাঙ্গাইল, কক্সবাজার, রাজবাড়ী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, জামালপুরসহ সারাদেশে ২০ দলীয় জোটের চার শতাধিক নেতা-কর্মীকে গ্রেফতার এবং ২০ জনকে গুলীবিদ্ধ করাসহ প্রায় শতাধিক নেতা-কর্মীকে আহত করেছে। সারা দেশের সাথে বিচ্ছিন্ন ছিল রাজধানী। অচল হয়ে পড়ে গোটা দেশ। গাছের গুড়ি ফেলে দেশের বিভিন্ন স্থানে রাজপথ অবরোধ করে ২০ দলের নেতাকর্মীরা।
২০ দলীয় জোটের ডাকে ৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবসের কর্মসূচি পালন করতে না দেয়াসহ বিভিন্ন দাবিতে গত মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য রাজপথ, রেলপথ ও নৌপথ অবরোধের কর্মসূচি ঘোষণা করেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। ৫ জানুয়ারির কর্মসূচিকে কেন্দ্র করে সরকার একদিন আগে থেকেই সারাদেশে সড়ক ও নৌ পথে যান চলাচল বন্ধ করে দেয়। সভা সমাবেশ বন্ধ করে। বেগম জিয়াকে এর ২ দিন আগে থেকেই তার গুলশানস্থ অফিসে অবরুদ্ধ করে রাখে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button