মির্জা ফখরুলের রিমান্ড নামঞ্জুর করে জেলহাজতে

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত। তবে ১০ কার্যদিবসের মধ্যে জেলগেটে তাকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেয়া হয়েছে। দীর্ঘ সময় শুনানি শেষে বুধবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তারেক মইনুল ইসলাম ভূঁইয়া এ আদেশ দেন। শুনানিতে দুপক্ষের মধ্যে ব্যাপক উত্তেজনা, তর্কাতর্কি ও হট্টগোল হয়। এর আগে বিকেল ৩টা ২৫ মিনিটে পল্টন থানায় দায়ের করা হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার দেখিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কঠোর নিরাপত্তা আদালতে হাজির করা হয়। এ সময় বিএনপিপন্থি আইনজীবীরা সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আদালত চত্বর ও এজলাসের আশপাশে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।
মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ৪ জানুয়ারি বেলা ১টা ৪০ মিনিটের সময় বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে দাঁড়িয়ে থাকা নিউ ভিশন কোম্পানির একটি যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দেয়ার অভিযোগে মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৯ জনের বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়।
পল্টন মডেল থানার এসআই মো জুলহাস মিয়া দন্ডবিধির ১৪৩/৪৩৬/৩০৭/৪২৭/১০৯/১১৪ ধারায় বর্ণিত অপরাধ সংঘটনের অভিযোগে মামলাটি দায়ের করেন। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাব থেকে বের হওয়ার পর ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। গ্রেপ্তারের পর তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button