অবরোধের তৃতীয় দিনে বাংলাদেশ
অবরোধের তৃতীয় দিনে বাংলাদেশ। ২০ দলীয় জোটের ডাকা টানা অবরোধের দ্বিতীয় দিনটিতেও অবরোধকারীরা সফল ছিল। কার্যত অচল ছিল দেশ। বিভিন্ন স্থানে অবরোধ-কারীদের সঙ্গে পুলিশ ও সরকারদলীয় কর্মীদের সংঘর্ষে মারা গেছেন দুই জন। আঘাতে মৃত্যু হয়েছে এক সিএনজি অটোরিকশা যাত্রীর। সারা দেশে সংঘর্ষ ও পুলিশের গুলিতে আহত হয়েছেন কয়েক শ’ নেতাকর্মী। গ্রেপ্তার করা হয়েছে পাঁচ শতাধিক ব্যক্তিকে। এদিকে অবরোধ চলাকালে সারা দেশে গাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর করা হয়। রাজধানীতে বেশ কয়েকটি যানবাহনে আগুন দেয়া হয়।
এদিকে দ্বিতীয় দিনের অবরোধে সারা দেশের সঙ্গে ঢাকার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। দূরপাল্লার বাস চলেনি। তবে ট্রেন ও লঞ্চ চলছিল যথারীতি কম। রাজধানীতে অভ্যন্তরীণ রুটে কিছু প্রাইভেট যান চলাচল করলেও গণপরিবহনের সংখ্যা ছিল নিতান্ত কম। এতে দুর্ভোগ পোহাতে হয়েছে সাধারণ মানুষকে। এদিকে টানা অবরোধের কারণে ভেঙে পড়েছে পণ্য পরিবহন ব্যবস্থা। নেতিবাচক প্রভাব পড়েছে ব্যবসা-বাণিজ্যে। হামলা-মামলা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে অবরোধের পাশাপাশি গতকাল রংপুর বিভাগের ৮ জেলায় হরতাল পালিত হয়েছে। আজ হরতাল ডাকা হয়েছে আরও চার জেলায়।