ওবামার ব্রো
ব্রিটেনের সঙ্গে লড়াই করে স্বাধীনতা লাভ করে আমেরিকা যুক্তরাষ্ট্র। অনেকের হয়তো মনে হতে পারে—দেশ দুইটির মধ্যে শত্রুতার সম্পর্ক; কিন্তু না। তাদের মধ্যকার সম্পর্ককে বরং সহযোগিতা এবং বন্ধুত্বের সম্পর্কই বলা যায়। আর এই সম্পর্ক এত গভীর যে, স্বাধীনতা লাভকারী দেশটির প্রেসিডেন্ট অপর দেশের প্রধানমন্ত্রীকে ‘ব্রো’ বলে সম্বোধন করেন। ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন দেশটির গণমাধ্যম দ্য মেইলকে গত রবিবার বলেন, ওয়াশিংটন এবং ওয়েস্টমিনিস্টারের সঙ্গে ‘বিশেষ’ সম্পর্ক রয়েছে। এটা আগের চেয়ে এখন আরো অনেক বেশি। এটা প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে, জানান ক্যামেরন। প্রধানমন্ত্রী ক্যামেরন বলেন, প্রেসিডেন্ট ওবামা যখন তাকে ফোন করেন তখন তাকে ‘ব্রো’ বলে ডাকেন। আরবান ডিকশনারি অনুযায়ী ‘ব্রো’ বলতে স্থানীয় ভাষায় আলফা মেল ইডিয়ট’ মনে করা হয়। আবার কলেজ পার্টিতে আপত্তিকর কিছু মনে করা হয়। অন্যদিকে ‘ব্রো’ বলতে এক ধরনের ‘ব্রা’বোঝায় যা কেবল পুরুষদের জন্য তৈরি করা হয়। তবে এ দ্বারা অন্য যাই বোঝানো হোক না কেন—শব্দটি দ্বারা ওবামা খুব ঘনিষ্ঠ কিছু বোঝাতে চেয়েছেন। অর্থাত্ তিনি ব্রাদার (ভাই) বোঝাতেই ক্যামেরনকে ‘ব্রো’ বলে ডাকেন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারকে ‘ ইয়ো ব্লেয়ার’ বলে সম্বোধন করতেন।