সংকট নিরসনে জরুরি ভিত্তিতে উদ্যোগ প্রয়োজন: ব্রিটিশ হাইকমিশনার
দেশের চলমান সহিংসতায় উদ্বেগ প্রকাশ করে সংকট নিরসনে জরুরি ভিত্তিতে উদ্যোগ প্রয়োজন বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন। একই সঙ্গে তিনি সব রাজনৈতিক পক্ষকে সংলাপের আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার বিকালে রাজধানীর বারিধারায় এনার্জি বিষয়ক একটি সেমিনারে অংশ নিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
রবার্ট গিবসন বলেন, বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকট নিরসন ও সহিংসতা বন্ধে রাজনৈতিক দল, সুশীল সমাজ ও সংশ্লিষ্টদের উদ্যোগ নেওয়া প্রয়োজন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ব্রিটিশ হাইকমিশনার জানান, ৫ জানুয়ারিকে ঘিরে সারাদেশে যে সহিংসতার সংস্কৃতি আবারো শুরু হয়েছে তা দেশের জন্যই মোটেই কাম্য নয়। এ থেকে বেরিয়ে আসতে হবে। এ থেকে উত্তরণে সবাইকে এগিয়ে আসতে হবে।
নির্বাচনকে ঘিরে প্রতি পাঁচ বছর পরপর দেশে সহিংসতার রাজনীতি ফিরে আসে সেটি এদেশের অর্থনীতির জন্য শুভ নয়। অন্যসব বন্ধু রাষ্ট্রগুলোর মতো ব্রিটেনও বাংলাদেশের এ সংস্কৃতির বিলোপ চায়।