ফ্রান্সের পাশে ইংল্যান্ড ও জার্মানি
ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ও জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল লন্ডনে এক দুর্লভ যৌথ সংবাদ সম্মেলনে ফ্রান্সের চার্লি হেবদোর কার্যালয়ে সন্ত্রাসী হামলার বিরুদ্ধে নিজেদের দৃঢ় অবস্থান ঘোষণা করেন।
সংবাদ সম্মেলনে এমআই ৫ প্রধান অ্যান্ড্রু পার্কার ও এম আই ৬ প্রধান অ্যালেক্স ইয়ঙ্গার, ডেভিড ক্যামেরন ও অ্যাঙ্গেলা মের্কেলকে যৌথ বৈঠক চলাকালে জানান, এ ধরনের সংঘবদ্ধ ‘পেশাদার’ সন্ত্রাসী আক্রমণ সাম্প্রতিক বছরগুলোয় বৃটেনে ঘটেনি।
সম্মেলনে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ফরাসী রাষ্ট্রপতি ফ্রাঁসোয়া হলাঁদকে সম্বোধন করে বলেন, ‘সন্ত্রাসী ধর্মোন্মাদদের’ আটক করার কাজে ফ্রান্স চাইলে ইঙ্গো গোয়েন্দা সংস্থার সহায়তা নিতে পারে।
লন্ডনের যৌথ বৈঠকে নেতাদ্বয় আরও জানান, সন্ত্রাসীদের কখনও মত প্রকাশের স্বাধীনতা ব্যহত করার সুযোগ দেয়া হবে না।
ডেভিড ক্যামেরন বলেন, ‘গণতন্ত্র ও সভ্যতার স্বার্থে যে সকল মূল্যবোধ আমরা পুষে রাখি, তা থেকে কখনও বিচ্যূত হবো না। আমরা সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী, বিশ্বাসী মতপ্রকাশের স্বাধীনতাতে; আস্থা রাখি যে যা ভাবছে তা লেখার ও বলার স্বাধীনতায়। কিন্তু তার বিপরীতে এ ধরনের তৎপরতা আমরা অবশ্যই প্রতিহত করবো।’